
বিশালগড় (ত্রিপুরা), ৮ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার সব জেলার মধ্যে একমাত্র সিপাহীজলা জেলায় এখনও পর্যন্ত সমগ্র শিক্ষার অধীন শিক্ষক-শিক্ষিকাদের বেতন প্রদান না হওয়ায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক মহল। ডিসেম্বর মাসের অষ্টম দিন পেরিয়ে গেলেও বেতন না পাওয়ায় সোমবার সকালে ক্ষুব্ধ শিক্ষকেরা সিপাহীজলা জেলা শিক্ষা দফতরে হাজির হয়ে জয়েন্ট ডিরেক্টর কণিকা দেববর্মাকে ঘেরাও করেন।
জানা গেছে, সিপাহীজলা জেলায় মোট ৫১৩ জন সমগ্র শিক্ষার শিক্ষক-শিক্ষিকা কর্মরত। তাঁদের বেতন বাবদ প্রতি মাসে প্রয়োজন প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। কিন্তু বর্তমানে জেলা শিক্ষা দফতরের হাতে রয়েছে মাত্র ১ কোটি টাকা, ফলে বেতনের ঘাটতি তৈরি হয়েছে ৬০ লক্ষ টাকার। এই অতিরিক্ত অর্থ রাজ্য সরকার থেকে পাওয়া যাচ্ছে না বলেই বেতন প্রদান সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে দফতর সূত্রে।
হঠাৎ বেতন বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দেন শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে তাঁরা সোমবারই সমস্যার সমাধান চেয়েছেন। অন্যদিকে, দফতর জানিয়েছে—অর্থ বরাদ্দ এলেই বেতন প্রদান করা হবে।
এই পরিস্থিতিতে সিপাহীজলা জেলার শিক্ষাক্ষেত্রে চরম অস্থিরতা দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ