
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): এসআইআর সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গে বিএলও-দের নিরাপত্তার ইস্যুতে নোটিস জারি করল শীর্ষ আদালত। নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব সুপ্রিম কোর্টের৷
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসারদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনের উপর সুপ্রিম কোর্ট একটি নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনীতিবিদরা ক্রমবর্ধমানভাবে প্রচারের আলোয় আসতে আদালতের কাছে যাচ্ছেন। বিচারপতি বাগচী উল্লেখ করেছেন, বিএলও-দের হুমকির বিষয়ে মাত্র একটি এফআইআর দায়ের করা হয়েছে, অন্য ঘটনাগুলি পুরানো। নির্বাচন কমিশনের আইনজীবী বিএলও-দের নিরাপত্তা প্রদানের পক্ষে সমর্থন জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা