ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক চক্রে বড় সাফল্য, ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই
মালদা, ১১ জানুয়ারি ( হি. স.)- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মহদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারব
গ্রেফতার


মালদা, ১১ জানুয়ারি ( হি. স.)- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে মহদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৪২৫ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ২ লক্ষ টাকা, যা মাদক পাচারের লেনদেনের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।ধৃতদের নাম হাসানুজ্জামান (৩৫) ও আজিজুর রহমান (২০)। তারা যথাক্রমে কালিয়াচক ও চাঁচল থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই এলাকায় সীমান্তপথে মাদক পাচার চলছিল। ধৃতরা ওই চক্রের সক্রিয় সদস্য এবং সীমান্ত এলাকা ব্যবহার করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্রাউন সুগার সরবরাহ করত বলে সন্দেহ।শনিবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ মহদিপুর এলাকায় নজরদারি বাড়ায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।পুরো মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে মাদক আনা হচ্ছিল এবং কোথায় সরবরাহ করা হত—তা জানতেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande