
বর্ধমান, ১১ জানুয়ারি (হি.স.): কলকাতা থেকে তারাপীঠ যাওয়ার পথে রবিবার সকাল ৮টা নাগাদ আউশগ্রামের ভেদিয়া উড়ালপুলে ওঠার মুখে দুর্ঘটনার কবলে পড়ল একটি পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ি। জখম হয়েছেন চালক-সহ অন্তত ৩০ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-বোলপুর ১১৪ জাতীয় সড়ক ধরে বাসটি বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লাগে এবং উল্টে যায়। গাড়িতে চার যাত্রী ছিলেন। আহতদের সকলকে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুই চালকের অবস্থা গুরুতর।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ