লখিমপুরে বন্য পশুর আক্রমণে মৃত্যু এক মহিলার
লখিমপুর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বন্য পশুর আক্রমণে মৃত্যু হল এক মহিলার। দুধওয়া বাফার জোনের নিঘাসন রেঞ্জের ঘটনা। ঊষা দেবী নামে ৩৫ বছরের ওই মহিলার দেহ রবিবার সকালে উদ্ধার হয় একটি আখের খেত থেকে। বন্য পশু ওই মহিলার দেহের বেশ
লখিমপুরে বন্য পশুর আক্রমণে মৃত্যু এক মহিলার


লখিমপুর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বন্য পশুর আক্রমণে মৃত্যু হল এক মহিলার। দুধওয়া বাফার জোনের নিঘাসন রেঞ্জের ঘটনা। ঊষা দেবী নামে ৩৫ বছরের ওই মহিলার দেহ রবিবার সকালে উদ্ধার হয় একটি আখের খেত থেকে। বন্য পশু ওই মহিলার দেহের বেশ কিছুটা খেয়ে গিয়েছিল। প্রাথমিক ভাবে বনদফতরের আধিকারিকরা মনে করছেন, কোনও চিতাবাঘ বা বাঘ আক্রমণ করেছিল তাঁকে। তাঁর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande