
ইমফল, ১১ জানুয়ারি (হি.স.) : ইমফল পশ্চিম জেলায় গত ৯ জানুয়ারি সংঘটিত তিনটি স্থানে সমন্বিত গুলিচালনার পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেসিপি (নয়ন)-এর দুই শীর্ষ ক্যাডারকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।
আজ রবিবার রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্র জানিয়েছে, লাংজিং আচৌবা, ঘারি এবং সাংগাইপ্রৌ এলাকায় সংগঠিত ঘটনাগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হন।
এর পর গতকাল শনিবার সাগোলবাঁদ মইরাং হনুবায় নিজের বাসভবন থেকে ৬৫ বছর বয়সি খাইদেম রঞ্জিত এবং ফুমলৌ এলাকা থেকে ৬৩ বছর বয়সি সনাসাম বীরমঙ্গলকে আটক করা হয়। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি এম-২০ পিস্তল সহ সক্রিয় গুলি, তিনটি স্কুটার এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের দাবি, এই দুই ব্যক্তি অন্তত আটটি পৃথক গুলিচালনার ঘটনার সঙ্গে জড়িত। এর মধ্যে ইমফল পশ্চিমের উরিপোক এলাকায় ডা. লোকেনের বাড়িতে আগে সংগঠিত হামলাও রয়েছে।
অন্যদিকে, গতকাল কাংপোকপি জেলার আওলমুন গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে একটি একে ৪৭ রাইফেল সহ সাতটি আগ্নেয়াস্ত্র, চারটি ইম্প্রোভাইজড মর্টার, দুটি হ্যান্ড গ্রেনেড, ৩৮ রাউন্ড গুলি, সেনা পোশাক এবং একটি হ্যান্ড-হেল্ড রেডিও সেট।
এদিনই অন্যান্য জেলায়ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ইমফল পূর্ব জেলার মংলহাম এলাকায় টহলের সময় একটি সন্দেহজনক হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চূড়াচাঁদপুর জেলার সাইদেন ও চাংপিকোট গ্রামের মধ্যবর্তী এলাকা থেকে একটি একনলা বন্দুক বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী।
গুলিচালনার ঘটনাগুলি এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে, জানিয়েছে পুলিশের আধিকারিক সূত্র।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস