বারাসত রোডে বিজেপি-র পথ অবরোধে এলাকায় যানজট
উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি স): রবিবার সন্ধ্যায় বারাসত রোডে বিজেপি-র পথ অবরোধে এলাকায় যানজট তৈরি হয়। নাকাল হতে হয় যাত্রীদের। মূলত, শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণের প্রতিবাদে এই অবরোধ। বারাকপুরে বারাসত রোডে জাফরপুর মোড়ে এদিন সন্ধ্যা ছ‘টা নাগা
বারাসত রোডে বিজেপি-র পথ অবরোধে এলাকায় যানজট


উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি স): রবিবার সন্ধ্যায় বারাসত রোডে বিজেপি-র পথ অবরোধে এলাকায় যানজট তৈরি হয়। নাকাল হতে হয় যাত্রীদের। মূলত, শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণের প্রতিবাদে এই অবরোধ।

বারাকপুরে বারাসত রোডে জাফরপুর মোড়ে এদিন সন্ধ্যা ছ‘টা নাগাদ বিজেপি-র পতাকা হাতে কিছু অবরোধকারী রাস্তায় বসে শ্লোগান দিতে থাকেন। আশপাশে দাঁড়িয়েও শ্লোগান দেন অনেকে। তাঁদের তরফে বিজেপি নেতা কৌস্তভ বাগচী অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীকে যেভাবে হেনস্থা ও হামলা হয়েছে, তা অতি নিন্দনীয়। বিরোধীদের ওপর এভাবেই হামলা হচ্ছে। পুলিশ-প্রশাসন রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে। তবে পুলিশি অনুরোধে ও ‘যাত্রী ভোগান্তির’ কথা মাথায় রেখে কিছুক্ষণ বাদে অবরোধকারীরা সরে যান।

প্রসঙ্গত, শনিবার পুরুলিয়ায় কর্মসূচি সেরে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রাস্তা উল্টোদিকে তৃণমূলের পতাকা হাতে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, শুভেন্দুর গাড়ি আসতেই হামলা চালানো হয়। ওই ঘটনায় রিপোর্ট চেয়েছে শাহের মন্ত্রক। জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande