শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুর শহরে
মেদিনীপুর, ১১ জানুয়ারি (হি.স.): বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মেদিনীপুর শহরে। রবিবার সকাল ১০টা থেকে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী সমর্থকরা। এই বিক্
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মেদিনীপুর শহরে


মেদিনীপুর, ১১ জানুয়ারি (হি.স.): বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ মেদিনীপুর শহরে। রবিবার সকাল ১০টা থেকে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সহ-সভাপতি শঙ্কর গুছাইত-সহ অন্যান্যরা। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ, অবরোধ কর্মসূচি। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। ৬০ নম্বর জাতীয় সড়ক ওড়িশার বালেশ্বর থেকে মুর্শিদাবাদের মোরগ্রাম পর্যন্ত বিস্তৃত। এই বিক্ষোভ-অবরোধ কর্মসূচির ফলে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande