
কলকাতা, ১১ জানুয়ারি (হি স): ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া এবং কামাখ্যার মধ্যে পরিষেবা শুরু করতে চলেছে।
রেলের দাবি, এই ট্রেন অত্যাধুনিক আরাম, সুরক্ষা এবং গতি সহ দীর্ঘ দূরত্ব, রাতারাতি রেল ভ্রমণের মানকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। ১৭ জানুয়ারি এই ট্রেনের যাত্রা শুরু মালদা থেকে। পরদিন এই পথে অপর ট্রেন চলবে হাওড়া থেকে।
২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া - কামাখ্যা - হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হাওড়া এবং কামাখ্যার মধ্যে চলাচল করবে। এটি পশ্চিমবঙ্গ এবং অসমের প্রধান অঞ্চলগুলিকে সংযুক্ত করবে। ট্রেনটি ১৩টি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, যথা: ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া। ফলে নয়টি (০৯) এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে।
যে সব জেলা এর সুবিধা পাবে, সেগুলোর মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আসামের কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও। ট্রেনটি সপ্তাহে ছয় (০৬) দিন চলবে। কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার বুধবার ছাড়া প্রতিদিন চলবে, এবং হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত