বিহারে গয়নার দোকানে বোরখা নিষিদ্ধ, খুশি নেটনাগরিকদের একটা বড় অংশ
পটনা, ১১ জানুয়ারি (হি স): ভারতে প্রথমবার, দেশে নিষিদ্ধ বোরখা! বিহারে গয়নার দোকানে বোরখা, নিকাব পরে প্রবেশ ''নিষিদ্ধ'' করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই খবর আসার পর নেটনাগরিকদের একটা বড় অংশ প্রকাশ্যে উল্লাশ প্রকাশ করেছেন। একটি সংবাদমাধ্যমের এই খবরে রব
বিহারে গয়নার দোকানে বোরখা নিষিদ্ধ, খুশি নেটনাগরিকদের একটা বড় অংশ


পটনা, ১১ জানুয়ারি (হি স): ভারতে প্রথমবার, দেশে নিষিদ্ধ বোরখা! বিহারে গয়নার দোকানে বোরখা, নিকাব পরে প্রবেশ 'নিষিদ্ধ' করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই খবর আসার পর নেটনাগরিকদের একটা বড় অংশ প্রকাশ্যে উল্লাশ প্রকাশ করেছেন। একটি সংবাদমাধ্যমের এই খবরে রবিবার সকাল পর্যন্ত ১,৭০০ প্রতিক্রিয়া এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সংখ্যাটি। তাতে সিংহভাগ সন্তোষ প্রকাশ করেছেন।

প্রতিক্রিয়ার দুটি স্মাইলি-সহ শর্মিষ্ঠা মান্না লিখেছেন, “ঠিক করেছে আবদুল্লাহ ইলি লিলি লিলি লিলি লা।” শুভময় চ্যাটার্জি লিখেছেন, “সিনেমাহল, মল, স্কুল, কলেজ, ব্যাংক, পোস্ট অফিস, হাসপাতাল, বাজার ইত্যাদি জায়গায় নিষিদ্ধ করা হোক অবিলম্বে। এবং যেখানেই সন্দেহের অবকাশ থেকে আইডেন্টিটি ক্রাইসিস হতে পারে, এমন প্রতি জায়গায় নিষিদ্ধ ঘোষিত হোক বোরখা।”

চন্দ্রনাথ চ্যাটার্জি লিখেছেন, “যাক শুরুটা তো হলো!” এর জবাবে হাজি রহমান লিখেছেন, “ যাক বোরখা পরে যাওয়া হবেনা, তবে এমন পোষাক পরে যাওয়া উচিত যেন বুকের খাঁচা দেখা যায়”! পাল্টা এক নেটনাগরিকলিখেছেন, “আহা রে! আপনার বড্ড কষ্ট হচ্ছে!”

অনুতপা ভট্টাচার্য লিখেছেন, “ব‍্যাঙ্ক,বাজারেও নিষিদ্ধ করা উচিত সব ভীড়ের জায়গায়।”

পার্থ বৈদ্য লিখেছেন, “ব্যাংক সহ গুরুত্বপূর্ণ স্থানে বন্ধ করা উচিত। কারন চুরি করলে বোঝা যাবে না আব্দুল ছিল নাকি আয়েশা। সেফটি জন্য থ্রেট।”

প্রসঙ্গত, বিহারে গয়না কিনতে গেলে আর হিজাব, নিকাব বা হেলমেট পরে ঢোকা যাবে না। নিরাপত্তার স্বার্থে এবং চুরি-ডাকাতি রুখতে বিহারের গয়নার দোকানে হিজাব, নিকাব বা হেলমেট পরে ঢোকা নিষিদ্ধ করেছে অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশন। অর্থাৎ, এখন থেকে মুখ না দেখিয়ে সেখানে সোনা-রুপো কেনা যাবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande