বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, মৃত দুই
বীরভূম, ১১ জানুয়ারি (হি.স.): বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় মৃত্যু হল দু''জনের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের পাইকর থানার কাশীমনগর স্কুল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম জালাল শেখ ও সেজ্জেকুল শেখ। তাঁদের দু''জনের বাড়ি পাইক
বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, মৃত দুই


বীরভূম, ১১ জানুয়ারি (হি.স.): বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কায় মৃত্যু হল দু'জনের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের পাইকর থানার কাশীমনগর স্কুল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম জালাল শেখ ও সেজ্জেকুল শেখ। তাঁদের দু'জনের বাড়ি পাইকর থানার বর্ষাপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিয়াতনগর গিয়েছিলেন তাঁরা দুই বন্ধু মিলে। বাড়ি ফেরার পথে কাশীমনগরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারলে তাঁরা গুরুতর আহত হন। সেই অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। দু'জনের মাথায় কোনও হেলমেট ছিল না। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande