
মুর্শিদাবাদ, ১১ জানুয়ারি (হি.স.): রহস্যজনক ভাবে স্কুলের ভেতর থেকে উদ্ধার হল এক শিক্ষকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার সীমান্তবর্তী চর কৃষ্ণপুর বালক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হামিমুল ইসলামের (৪৮) ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই স্কুলেরই ভেতরের একটি ঘর থেকে। মুখে রুমাল বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি রানিতলা থানার আলাইপুর গ্রামে। বাড়ি থেকে কিছুটা দূরেই ওই স্কুল। ঘটনাস্থলে রানিতলা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ