জয়পুরের রাইসারে হেলিকপ্টারের জরুরি অবতরণ
জয়পুর, ১১ জানুয়ারি (হি.স.): প্রযুক্তিগত ত্রুটির কারণে জয়পুর থেকে ভোপালগামী একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টারকে জয়পুর গ্রামীণ এলাকার রাইসার থানা এলাকার অন্তর্গত বামনওয়াতি গ্রামের কাছে রবিবার জরুরি অবতরণ করাতে হয়। পাইলট ও কো-পাইলট সম্পূর্ণ নিরাপ
জয়পুরের রাইসারে হেলিকপ্টারের জরুরি অবতরণ


জয়পুর, ১১ জানুয়ারি (হি.স.): প্রযুক্তিগত ত্রুটির কারণে জয়পুর থেকে ভোপালগামী একটি বেসরকারি সংস্থার হেলিকপ্টারকে জয়পুর গ্রামীণ এলাকার রাইসার থানা এলাকার অন্তর্গত বামনওয়াতি গ্রামের কাছে রবিবার জরুরি অবতরণ করাতে হয়। পাইলট ও কো-পাইলট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। কোনও প্রাণহানি বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর নেই।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ চৌমু এলাকার মালিকপুর হেলিপ্যাড থেকে ভোপালের উদ্দেশে হেলিকপ্টারটি রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপদভাবে জরুরি অবতরণ করান, ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

হেলিকপ্টারটি ধিলন অ্যাভিয়েশনের বেল ২০৬-এল৪ মডেলের বলে জানা গেছে। বর্তমানে প্রযুক্তি বিশেষজ্ঞরা ত্রুটির কারণ খতিয়ে দেখছে। প্রয়োজনীয় মেরামতির পর হেলিকপ্টারটি পুনরায় মালিকপুর হেলিপ্যাডে নিয়ে যাওয়া হবে।

ঘটনার খবর পেয়ে রাইসার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande