
উজ্জয়িনী, ১১ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনে গেলেন চলচ্চিত্র অভিনেত্রী শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি। রবিবার তাঁরা শয়ন আরতিতেও অংশ নেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে শ্রী মহাকালেশ্বর মন্দির কমিটি সমিতির তরফে সহকারী প্রশাসক হিমাংশু কার্পেন্টার তাঁদের স্বাগত জানান। এরপর দুই অভিনেত্রী নন্দী হলে বসে ভগবান মহাকালের দর্শন করেন এবং আরতিতে অংশগ্রহণ করেন। দর্শন শেষে তাঁরা হাত জোড় করে ‘ওঁ নমঃ শিবায়’ ও ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি উচ্চারণ করেন।আরতির সময় মন্দির প্রাঙ্গনে দেখা যায় প্রচুর ভক্তের সমাগম ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য