গণ্ডাছড়ায় ঝুপড়ি ঘরে আগুন, চারজন গুরুতর জখম
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১১ জানুয়ারি (হি.স.) : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন জনজাতি সদস্য গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে ও পরে
আহত দুই যুবক


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১১ জানুয়ারি (হি.স.) : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন জনজাতি সদস্য গুরুতরভাবে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, শনিবার গভীর রাতে গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের চৌকিদারপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই এলাকার বাসিন্দা কাঁশিরাম ত্রিপুরা তাঁর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। পরিবারের কর্তা কাঁশিরাম ত্রিপুরা শারীরিকভাবে প্রতিবন্ধী ও দৃষ্টিহীন বলে গ্রামবাসীরা জানান।

প্রতিদিনের মত শনিবার রাতেও পরিবারের সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিট নাগাদ হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকারে এলাকাবাসীর ঘুম ভাঙে। ছুটে গিয়ে তাঁরা দেখতে পান, কাঁশিরাম ত্রিপুরার ঘরটি চারদিক থেকে দাউদাউ করে জ্বলছে এবং পরিবারের সদস্যরা ঘরের ভিতরে আটকা পড়ে রয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহায়তায় ঘরের বেড়া কেটে কাঁশিরাম ত্রিপুরা সহ পরিবারের সকলকে উদ্ধার করে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতরভাবে অগ্নিদগ্ধ চারজনকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার পর আগুনে ভস্মীভূত বাড়িতে ছুটে যান আইপিএফটি দলের বিভাগীয় সভাপতি চরণবাসী ত্রিপুরা। পরে তিনি গণ্ডাছড়া মহকুমা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের আগরতলায় জিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা গণ্ডাছড়া মহকুমায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande