
হাওড়া, ১১ জানুয়ারি ( হি. স.)- রবিবার সকালে হাওড়ার জয়পুর থানা এলাকার ঝিকিরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। ঝিকিরা–হাওড়া রুটের একটি যাত্রীবাহী বাস পেট্রোল পাম্পের কাছে এক পথচারীকে পিষে দেয়। ঘটনাটি চোখের সামনে ঘটতে দেখেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কার্তিক দোলুই (৫৪)। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে অমরাগোড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়েই পথচারীকে ধাক্কা মারে।এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ বাহিনী ও বাফ (বর্ডার এরিয়া ফোর্স) নামানো হয়।পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাসচালক ও কন্ডাক্টর ঘটনার পর পালিয়ে যায় বলে জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়