শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে ঝাড়গ্রামে বিজেপির পথ অবরোধ-বিক্ষোভ
ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি (হি.স.) : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হন বিজেপির নেতা-কর্মীরা। এদিন দুপুরে ঝাড়গ্রাম জেলার গিধনী ব্লকের ঝাড়গ্রাম
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে ঝাড়গ্রামে বিজেপির পথ অবরোধ-বিক্ষোভ


ঝাড়গ্রাম, ১১ জানুয়ারি (হি.স.) : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হন বিজেপির নেতা-কর্মীরা।

এদিন দুপুরে ঝাড়গ্রাম জেলার গিধনী ব্লকের ঝাড়গ্রাম–চিঁচিড়া ভায়া গিধনী–পড়িহাটি পিচ রোডের জামবনি এলাকায় পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। পাশাপাশি ঝাড়গ্রাম শহরের রাজ কলেজ মোড় এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। মিছিল শেষে কলেজ মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

বিক্ষোভকারীদের দাবি, বিরোধী দলনেতার কনভয়ে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবরোধ ও অবস্থান বিক্ষোভের জেরে ঝাড়গ্রাম শহর ও জামবনি এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষ।

অবরোধের খবর পেয়ে জামবনি থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। পরে পুলিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে আলোচনার পরে অবরোধ তুলে নেওয়া হয়।

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাত বলেন, “শনিবার পুরুলিয়ায় সভা শেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি ফেরার সময় চন্দ্রকোনার কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর কনভয়ে হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদেই আজ আমাদের পথ অবরোধ। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দিতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande