
চিত্রদুর্গ, ১১ জানুয়ারি (হি.স.) :-
কর্ণাটকের চিত্রদুর্গ তালুকের তামাতাকাল্লু গ্রামের কাছে শনিবার রাতে লরি ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের কোলহাপুরে কর্মরত এক পুলিশ আধিকারিক (ডিএসপি) তাঁর মা কমল ও অন্যান্যদের সঙ্গে তামিলনাডু সফর সেরে কোলহাপুরে ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন রাকেশ নামে এক ব্যক্তি। তামাতাকাল্লুর কাছে একটি লরি সামনে থেকে ইনোভা গাড়িটিকে ধাক্কা মারে।
দুর্ঘটনায় ডিএসপি -র মা কমল (৬৫) ও গাড়িচালক রাকেশ (৪০) ঘটনাস্থলেই মারা যান। ডিএসপি বৈষ্ণবী-সহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। থানায় মামলা দায়ের করে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য