লরেটো কলেজের অ্যানুয়াল ওপেন ডে
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): বিগত বহু বছরের প্রথা অনুযায়ী লরেটো কলেজে অনুষ্ঠিত হলো অ্যানুয়াল ওপেন ডে। শনিবার সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। শীতকালীন এই আনন্দমেলার আয়োজনের নেপথ্যে থাকে কলেজের প্রাক্তনী সমিতি। কলেজ প্রাঙ্গণে বিস্তৃত জায়গা জুড়ে
লরেটো কলেজের অ্যানুয়াল ওপেন ডে


কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): বিগত বহু বছরের প্রথা অনুযায়ী লরেটো কলেজে অনুষ্ঠিত হলো অ্যানুয়াল ওপেন ডে। শনিবার সারাদিনব্যাপী এই অনুষ্ঠান হয়। শীতকালীন এই আনন্দমেলার আয়োজনের নেপথ্যে থাকে কলেজের প্রাক্তনী সমিতি। কলেজ প্রাঙ্গণে বিস্তৃত জায়গা জুড়ে সারাদিনব্যাপী হয় ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আর মিলনোৎসব। উল্লেখ্য, লরেটো কলেজের শিক্ষা-দর্শনের এক অন্যতম দিক, নারী ক্ষমতায়ন ও নারীদের স্বনির্ভরতার মূল্যবোধ সম্পর্কে অবহিত করা। সেই লক্ষ্যেই প্রতি বছর একদিন এই ওপেন ডে উপলক্ষ্যে কলেজের সব বিভাগের পড়ুয়া, প্রাক্তনী, উদ্যোক্তা এবং শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন পসরা সাজিয়ে আনেন। বিভিন্ন বিভাগ এইদিন তাদের স্টল থেকে উপার্জিত অর্থ পরবর্তীকালে অনেক সেবামূলক কাজে অনুদান হিসেবে দিয়ে থাকে।

প্রসঙ্গত, চলতি বছর কলেজের প্রাক্তনী সমিতির ২৬-তম বর্ষপূর্তি। এবারের আয়োজন ছিল আরও বড়। শতাধিক স্টল বসেছিল কলেজ লাগোয়া বিস্তৃত প্রাঙ্গণে। কলেজের সহায়তা প্রদত্ত বিভিন্ন গ্রামের প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা প্রথমবার অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। লরেটো কলেজ সেন্টার ফর কমিউনিটি সার্ভিস লার্নিং–এর তত্বাবধানে তাঁরা প্রশিক্ষিত হয়েছেন। তাঁরা নিজেদের বানানো হরেক রকমের আচার, মাশরুম-সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের সম্ভার নিয়ে এসেছিলেন। এছাড়াও এদিনের বিশেষ আকর্ষণ হিসেবে ফেস-পেন্টিং, মেহেন্দি, নেল আর্ট, ডিসকো, জুমবা নিয়ে ওপেন ডে ছিল জমজমাট।

কলেজের তরফে জানানো হয়েছে, লরেটো কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত ওপেন ডে শুধু প্রতিষ্ঠানের প্রতি প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগই দেয় না, বরং নারীদের মধ্যে শিল্পোদ্যোগী ভাবনাকেও এগিয়ে দেয়। বহু বছর ধরে এই প্রয়াসটি চলে আসছে এবং সময়ের সঙ্গে এই ভাবনাটি আরও প্রসারিত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande