সাত দিন বন্ধ থাকার পর যান চলাচলের জন্য খোলা হল মুঘল রোড
পুঞ্চ, ১১ জানুয়ারি (হি.স.): প্রতিকূল আবহাওয়া ও সড়ক সংস্কারের কারণে বিগত সাত দিন ধরে বন্ধ থাকা মুঘল রোড রবিবার থেকে পুনরায় যান চলাচলের জন্য খোলা হয়েছে। এদিন এসএসপি ট্র্যাফিক (গ্রামাঞ্চল) জানিয়েছেন, যানবাহন চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন
সাত দিন বন্ধ থাকার পর যান চলাচলের জন্য খোলা হল মুঘল রোডে


পুঞ্চ, ১১ জানুয়ারি (হি.স.): প্রতিকূল আবহাওয়া ও সড়ক সংস্কারের কারণে বিগত সাত দিন ধরে বন্ধ থাকা মুঘল রোড রবিবার থেকে পুনরায় যান চলাচলের জন্য খোলা হয়েছে।

এদিন এসএসপি ট্র্যাফিক (গ্রামাঞ্চল) জানিয়েছেন, যানবাহন চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে উঁচু জায়গায়। রাস্তায় যান চলাচল শুধুমাত্র সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুমোদিত।

তিনি আরও বলেছেন, যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে হবে, ট্র্যাফিক নির্দেশিকা মেনে চলতে হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ডিউটিরত ট্র্যাফিক কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে হবে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ট্র্যাফিক নিয়মে পরিবর্তনের বিষয়ে অবহিত করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande