ধ্বংস করা হলো বিপুল পরিমাণে গাঁজার গাছ, গ্রেফতার এক
নওয়াদা, ১১ জানুয়ারি (হি.স.): বিহারের নওয়াদা জেলার সীতামরহি থানার অন্তর্গত এলাকার শাহবাজপুর সরাই গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালাল রাজ্যের আবগারি দফতর। রবিবার এই অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ গাঁজার গাছ কেটে ধ্বংস করা হয
ধ্বংস করা হলো বিপুল পরিমাণে গাঁজার গাছ, গ্রেফতার এক


নওয়াদা, ১১ জানুয়ারি (হি.স.): বিহারের নওয়াদা জেলার সীতামরহি থানার অন্তর্গত এলাকার শাহবাজপুর সরাই গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালাল রাজ্যের আবগারি দফতর। রবিবার এই অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের অবৈধ গাঁজার গাছ কেটে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এই চাষের সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আবগারি দফতর সূত্রে জানা গেছে, অবৈধ গাঁজা চাষ রুখতেই বিশেষ দল গঠন করে ওই এলাকায় হানা দেওয়া হয়। তল্লাশিতে বিস্তীর্ণ জমিতে গাঁজার গাছ উৎপাদনের প্রমাণ মেলে। সমস্ত গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালীন গাঁজা চাষের সঙ্গে যুক্ত বাবলু সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিপুল পরিমাণে গাঁজা চাষের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

আবগারি দফতরের এক আধিকারিক জানান, গাঁজা চাষ, পাচার ও ব্যবহার রুখতে দফতর ধারাবাহিক ভাবে অভিযান চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande