নতুন বছরে পাহাড়ে পর্যটকদের সুখবর, টয়ট্রেনে জঙ্গল সাফারি ফের চালু করল ডিএইচআর
দার্জিলিং, ১১ জানুয়ারি ( হি. স.)- ইংরেজি নতুন বছরের শুরুতেই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য বড় সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল টয়ট্রেনে জঙ্গল সাফারি। আপাতত সপ্তাহে দু’দিন, শনিবার ও রবিবার
ডিএইচআর পরিষেবা


দার্জিলিং, ১১ জানুয়ারি ( হি. স.)- ইংরেজি নতুন বছরের শুরুতেই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য বড় সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল টয়ট্রেনে জঙ্গল সাফারি। আপাতত সপ্তাহে দু’দিন, শনিবার ও রবিবার এই বিশেষ সাফারি পরিষেবা মিলবে। পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় নতুন বছরের দ্বিতীয় রবিবার অর্থাৎ আজ থেকেই এই পরিষেবার সূচনা হয়েছে।প্যাকেজ পদ্ধতিতে এই জঙ্গল সাফারি উপভোগ করতে পারবেন পর্যটকরা। শিলিগুড়ি জংশন থেকে সকাল ১০টায় টয়ট্রেন ছেড়ে সোজা গয়াবাড়ি পৌঁছবে। পথে মহানন্দা সংরক্ষিত বনাঞ্চল পড়বে। সৌভাগ্য থাকলে ট্রেনে বসেই দেখা মিলতে পারে বুনো হাতির পাল, বাইসন, হরিণ এমনকি বাঘেরও।এর আগে গত সেপ্টেম্বরে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি চালু হলেও, এবার তা আরও আকর্ষণীয় রূপে ফিরল। সুকনা, রংটং, পাগলাঝোরা ও তিনধারিয়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। প্যাকেজে ব্রেকফাস্ট, গয়াবাড়িতে লাঞ্চ এবং সন্ধ্যায় চা-কফির সঙ্গে মোমো রয়েছে। ট্রেনের কামরায় মহিলা কর্মী থাকবেন, ফলে নিরাপত্তাও নিশ্চিত। মাথাপিছু ভাড়া ২,২০০ টাকা।রবিবার প্রথম যাত্রার সূচনা করেন ডিএইচআর আধিকারিকরা। প্রথম দিনেই ২৬ জন যাত্রী এই সাফারিতে অংশ নেন। যাত্রীরা কামরার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামী জানান, প্রতি শনি ও রবিবার ছাড়াও সরকারি ছুটির দিনেও এই পরিষেবা মিলবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande