গৌহাটি হাইকোর্টের জন্য গড়ে উঠবে নতুন জুডিশিয়াল টাউনশিপ : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : গৌহাটি হাইকোর্টের জন্য দীর্ঘদিন ধরে একটি নতুন ও আধুনিক ক্যাম্পাসের প্রয়োজন অনুভূত হচ্ছিল। উত্তর গুয়াহাটিতে প্রস্তাবিত নতুন জুডিশিয়াল টাউনশিপ নির্মাণের মাধ্যমে সেই প্রয়োজন এখন পূরণ হতে চলেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত
প্ৰস্তাবিত নতুন গৌহাটি হাইকোর্টের শিলান্যাস অনুষ্ঠান


প্রস্তাবিত গৌহাটি হাইকোর্ট কমপ্লেক্সের নকশা


গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : গৌহাটি হাইকোর্টের জন্য দীর্ঘদিন ধরে একটি নতুন ও আধুনিক ক্যাম্পাসের প্রয়োজন অনুভূত হচ্ছিল। উত্তর গুয়াহাটিতে প্রস্তাবিত নতুন জুডিশিয়াল টাউনশিপ নির্মাণের মাধ্যমে সেই প্রয়োজন এখন পূরণ হতে চলেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, বর্তমান বিচারিক পরিকাঠামো ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারছে না। এই পরিস্থিতিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন জুডিশিয়াল ক্যাম্পাস নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছিল। উত্তর গুয়াহাটির উত্তর তীরে প্রস্তাবিত এই জুডিশিয়াল টাউনশিপ রাজ্যের বিচার ব্যবস্থার সমস্ত প্রয়োজন পূরণ করবে।

দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কেন্দ্ৰীয় আইন দফতরের মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, অন্যান্য বিচারপতিগণ সহ বিশিষ্ট অতিথিদের সঙ্গে প্রায় ৪৭৮ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত গৌহাটি হাইকোর্ট কমপ্লেক্সের ভূমিপূজন ও শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

মুখ্যমন্ত্রী বলেন, এই টাউনশিপ বিচারিক পরিকাঠামোকে আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি গৌহাটি হাইকোর্টের মর্যাদা ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক সুবিধায় সজ্জিত হবে, যার ফলে বিচার ব্যবস্থা আরও কার্যকর হয়ে উঠবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande