
পশ্চিম বর্ধমান, ১১ জানুয়ারি (হি.স.): জাল নথি তৈরি ও অবৈধ অভিবাসনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমানের সালানপুর থানার পুলিশ। ছোটন সেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, বেশ কয়েক বছর ধরে নিয়ামতপুরের লছিপুরে ময়না সেন ওরফে কলি নামে এক মহিলার সঙ্গে বসবাস করতেন সালানপুর থানা এলাকার বাসিন্দা ছোটন। ২০২২ সালে ময়না সেন নামে ওই মহিলার পাসপোর্টের জন্য আবেদন জমা পড়ে। সেই পাসপোর্টের তদন্তের সময়েই জানা যায়, ওই মহিলা আদতে বাংলাদেশি। তাঁর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম শংসাপত্র সবই জাল। অভিযোগ, তাঁর কাকা-কাকিমার নথি ব্যবহার করে ছোটন ময়নাকে তাঁদের মেয়ে সাজিয়ে এই জাল ভোটার কার্ড-সহ অন্য নথিগুলি তৈরি করেছেন। জালিয়াতি, প্রতারণা ও অবৈধ অভিবাসন-সহ একাধিক অভিযোগের ধারা দিয়ে ছোটনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে রবিবার তাকে আসানসোল আদালতে তোলে পুলিশ। ময়না বর্তমানে পলাতক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ