বাঁচানো সম্ভব হল না, চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক
দক্ষিণ ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রথম মৃত্যুর খবর মিলল। শনিবার রাত ১২টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। বিস্ফোরণের পর গুরুতর অবস্থায় তাঁকে টালিগঞ্জের এম আর বাঙ্গুর
বাঁচানো সম্ভব হল না, চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক


দক্ষিণ ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রথম মৃত্যুর খবর মিলল। শনিবার রাত ১২টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। বিস্ফোরণের পর গুরুতর অবস্থায় তাঁকে টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শরীরে প্রায় ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।

শনিবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে চম্পাহাটির হাড়াল এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, পর পর তিন বার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে গিয়ে দেখা যায়, একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে অ্যাসবেস্টসের ছাউনি উড়ে যায়। পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি বড় গাছ। ঘটনাস্থল থেকে চার জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সকলেই বাজি বানাচ্ছিলেন। এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande