আলিপুরদুয়ারে ইটভাটায় আটকে থাকা শ্রমিক উদ্ধার
আলিপুরদুয়ার, ১১ জানুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মাঝেরডাবরি ইটভাটায় গত প্রায় দশ দিন ধরে একটি ঘরে এক শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছিল ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে আটকে রাখা ওই যুবককে উদ্ধার করা হয়| অভিযোগের ভিত্তিতে ইটভ
আলিপুরদুয়ারে ইটভাটায় আটকে থাকা শ্রমিক উদ্ধার


আলিপুরদুয়ার, ১১ জানুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের মাঝেরডাবরি ইটভাটায় গত প্রায় দশ দিন ধরে একটি ঘরে এক শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছিল ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে আটকে রাখা ওই যুবককে উদ্ধার করা হয়| অভিযোগের ভিত্তিতে ইটভাটার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ইটভাটাতে শ্রমিক দেওয়া নিয়ে এক ঠিকাদারকে ইটভাটা কর্তৃপক্ষ টাকা দিয়ে রেখেছিল। যদিও ওই ঠিকাদার ঠিক ভাবে শ্রমিক না দিয়ে টাকাও ফেরত দিচ্ছিল না বলে অভিযোগ। এর পরেই নিজেদের টাকা তুলতে গিয়ে ঠিকাদারের ঘনিষ্ঠ শ্রমিক জিয়ারুল রহমানকে গত ১০ দিন ধরে ইটভাটা কর্তৃপক্ষ একটি ঘরে আটকে রাখে বলে অভিযোগ। ওই যুবক যাতে পালাতে না পারে সে জন্য ঘরে রীতিমতো পাহারার ব্যবস্থা করা হয়েছিল। যদিও ওই শ্রমিক অন্য এক জনের ফোনের মাধ্যমে পুলিশকে শনিবার রাতে বিষয়টি জানালে রাতেই পুলিশ আটকে থাকা যুবককে উদ্ধার করে। এর পরেই জিয়ারুলের লিখিত অভিযোগের ভিত্তিতে ইটভাটার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande