প্রশান্তর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাংয়ের। রবিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি অভিনেতার। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে জেতার পরেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল প্রশান্ত
প্রশান্তর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার


কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো জনপ্রিয় গায়ক এবং অভিনেতা প্রশান্ত তামাংয়ের। রবিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি অভিনেতার। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে জেতার পরেই জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল প্রশান্তর।

প্রশান্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'ইন্ডিয়ান আইডল' খ্যাত জনপ্রিয় গায়ক এবং জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী প্রশান্ত তামাং-এর আকস্মিক ও অকাল মৃত্যুতে আমি শোকাহত। আমাদের দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং কলকাতা পুলিশের সঙ্গে একসময়ের যোগাযোগ তাঁকে বাংলায় আমাদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার সমবেদনা জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande