যাদবপুর এইট-বি থেকে বিজেপি-র মিছিল, নেতৃত্বে শুভেন্দু
কলকাতা, ১১ জানুয়ারি (হি স): রবিবার বিকেলে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সেই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলের মূল লক্ষ্য ছিল আইপ্যাক কাণ্ডে শুক্রবার মমতার অভিযান। মিছ
যাদবপুর এইট-বি থেকে বিজেপি-র মিছিল, নেতৃত্বে শুভেন্দু


কলকাতা, ১১ জানুয়ারি (হি স): রবিবার বিকেলে যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সেই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলের মূল লক্ষ্য ছিল আইপ্যাক কাণ্ডে শুক্রবার মমতার অভিযান।

মিছিল চলাকালীন শুভেন্দু বলেন, “এখানে ফিল্মস্টার নেই। রুদ্রনীল ঘোষ এখন রাজনীতিক। সে দিন সরকারের একটা শো হয়েছিল, আজকেরটা স্বাভাবিক প্রতিবাদ। ভবানীপুরে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার পরেই আমি থামব। যা পারে করে নিক। সবাই দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইল কেড়ে এনেছেন এবং তা সগর্বে বলেছেনও।”

বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূলও। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, “দাঁড় কাক ময়ূরের পালক পরলেই ময়ূর হয়ে যায় না। শুভেন্দু অধিকারীকেও আজীবন মমতাদির আলোয় আলোকিত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে মিছিল করেছিলেন বলেই আজ শুভেন্দুকেও সেখান থেকেই নকল করতে হচ্ছে। দিনের শেষে দাঁড় কাক কাকই থাকে।”

শুক্রবার ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে ইডি অভিযানের ব্যাপারে তাঁর কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই জায়গা থেকে এদিন মিছিল করেন শুভেন্দুবাবু। এর আগে বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ঘোষণা করেন, মমতার অগণতান্ত্রিকতার প্রতিবাদে এদিন বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande