
শিলিগুড়ি, ১১ জানুয়ারি ( হি. স.)- রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে। রবিবার এই ঘটনার কড়া নিন্দা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস চলছে। তিনি বলেন, এই ধরনের হামলা শুধু বিরোধী দলনেতার উপর নয়, এর আগেও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর উপর হয়েছে। সুকান্ত মজুমদারের দাবি, রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করতেই শাসকদলের মদতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করে কেন্দ্রীয় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করার চেষ্টা চলছে, যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহানুভূতি আদায় করে আবার ক্ষমতায় ফিরতে পারেন। তবে তিনি স্পষ্ট জানান, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তৃণমূল কংগ্রেসকে আর রাজ্যের ক্ষমতায় ফিরিয়ে আনবে না।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে হিংসার ঘটনা আরও বাড়তে পারে। সেই কারণে নির্বাচন কমিশনের কাছে আগাম ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবাদের ভাষা কখনও কালো পতাকা দেখানো বা বাঁশ দিয়ে আক্রমণ হতে পারে না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে বিজেপি রাজ্যজুড়ে প্রতিবাদ চালিয়ে যাবে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়