(আপডেট) দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ আউশগ্রামে, গুরুতর আহত ৪
পূর্ব বর্ধমান, ১১ জানুয়ারি (হি.স.): দু''টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন গুরুতর আহত হলেন। এছাড়াও আরও ২৬ জন আহত হয়েছেন| রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,
(আপডেট) দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ আউশগ্রামে, গুরুতর আহত ৪


পূর্ব বর্ধমান, ১১ জানুয়ারি (হি.স.): দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন গুরুতর আহত হলেন। এছাড়াও আরও ২৬ জন আহত হয়েছেন| রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে তারাপীঠের দিকে যাচ্ছিল একটি ট্রাভেলার গাড়ি। উল্টো দিক থেকে একটি বোলেরো গাড়ি আসছিল।

আউশগ্রামের ভেদিয়া রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাভেলার ও বোলেরো গাড়িটির। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ির সামনে অংশ। উল্টে যায় বোলেরো গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আউশগ্রাম থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য বোলপুরের সিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande