
ভুবনেশ্বর, ১১ জানুয়ারি (হি.স.): রাউরকেলার কাছে একটি ছোট চার্টার্ড বিমান জরুরি অবতরণ করলেও বিমানে থাকা ছয়জন যাত্রী (চারজন যাত্রী ও দুইজন ক্রু) আহত হন। রবিবার জানা গেছে, শারীরিকভাবে সকলে স্থিতিশীল। তবে একজন যাত্রীকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বাণিজ্য ও পরিবহণ দফতর, জেলা প্রশাসন, বেসামরিক বিমান পরিবহণ দফতর ও সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহণ দফতরের আধিকারিকরা রাউরকেলায় অবস্থান করে জেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করছেন। ভুবনেশ্বর থেকে আরও অভিজ্ঞ চিকিৎসকদের পাঠানো হয়েছে যাতে প্রয়োজনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য