
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর হিয়ারিংয়ের ক্ষেত্রে এ বার চা বাগানের মালিকানার কাগজকেও মান্যতা দিল নির্বাচন কমিশন। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বহু মানুষের চা বাগানের মালিকানা রয়েছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল তাতে সপ্তম পয়েন্টটি ছিল ফরেস্ট রাইট সার্টিফিকেট। এ বার চা বাগানের কাগজকেও এসআইআর-এর হিয়ারিংয়ের ক্ষেত্রে গণ্য করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ