
মুম্বই, ১১ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের বাসভবনের বাইরে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেখে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী দল এলাকাটি ঘিরে রেখেছে এবং ব্যাগটি পরীক্ষা করছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
রবিবার মুম্বই পুলিশ জানিয়েছে, রবিবার মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের বাসভবনের বাইরে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। কে বা কারা ব্যাগটি রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ