
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। সেই চিঠি সমাজমাধ্যমে পোস্ট করে বিরোধী দলনেতা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিষয় মুখ্য নির্বাচন কমিশনারকে ভিত্তিহীন, অপ্রয়োজনীয় এবং অতিরঞ্জিত অভিযোগের তীব্র প্রতিবাদ করে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছি। তাঁর সংযোজন, মুখ্যমন্ত্রীর দাবিগুলি এই প্রক্রিয়াকে ব্যাহত করার মরিয়া প্রয়াস ছাড়া আর কিছুই নয়। ভুয়ো ভোটার, মৃত ভোটার, অনুপ্রবেশকারীরা বহু বছর ধরে তৃণমূলের তত্বাবধানে লালিত হয়েছে। এই প্রক্রিয়া তৃণমূলের নির্বাচনী সম্ভবনাকে ক্ষতি করছে বলে মমতা এখন উন্মাদনার আশ্রয় নিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ