
দুর্গাপুর, ১১ জানুয়ারি ( হি. স.)- বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনীতি। দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নর্দমায় ফেলে দেওয়াকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও, পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপিও। রবিবার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ।তৃণমূল কর্মীদের অভিযোগ, রবিবার ভোরে এলাকার মানুষ দেখতে পান তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় পড়ে রয়েছে। তাঁদের দাবি, বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা এবং এলাকায় উত্তেজনা ছড়ায়।এই প্রসঙ্গে তৃণমূলের নেতা পল্লব নাগ ও সুশীল চ্যাটার্জি বলেন, তৃণমূল কর্মীরা চাইলে আধঘন্টার মধ্যেই প্রতিরোধ গড়ে তুলতে পারে। কিন্তু আমরা নোংরা রাজনীতি করি না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।অন্যদিকে, জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। নিজেদের কোন্দল ঢাকতে নিজেরাই পতাকা নর্দমায় ফেলে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। এটাই তৃণমূলের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়