লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর
লখনউ, ১১ জানুয়ারি (হি.স.) : রবিবার লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণবার্ষিকীতে লখনউয়ে শ্রদ্ধা নিবেদন করলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। ৭ নম্বর কালিদাস মার্গে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান
‘জয় জওয়ান–জয় কিষাণ ’-এর প্রণেতা শাস্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন লখনউয়ে উপ-মুখ্যমন্ত্রীর


লখনউ, ১১ জানুয়ারি (হি.স.) : রবিবার লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণবার্ষিকীতে লখনউয়ে শ্রদ্ধা নিবেদন করলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। ৭ নম্বর কালিদাস মার্গে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে লাল বাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি।

এদিন উপমুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, লাল বাহাদুর শাস্ত্রীর সাদাসিধে জীবনযাপন, সততা ও দেশসেবার আদর্শ আজও সকলকে কর্তব্যের পথে অগ্রসর হতে অনুপ্রেরণা জোগায়। তাঁর নেতৃত্ব ও মূল্যবোধ ভারতীয় রাজনীতিতে চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মৌর্য।

প্রসঙ্গত, ১৯০৪ সালের ২ অক্টোবর উত্তর প্রদেশে জন্ম নেওয়া লাল বাহাদুর শাস্ত্রী ছোটবেলা থেকেই সততা ও সংযমে অভ্যস্ত ছিলেন। স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এমন এক সময়ে দেশকে নেতৃত্ব দেন, যখন খাদ্য সংকট ও সীমান্ত সুরক্ষা—দু’টিই ছিল বড় চ্যালেঞ্জ।

১৯৬৫ সালের ভারত–পাক যুদ্ধের সময় শাস্ত্রীজি দেশবাসীকে উদ্বুদ্ধ করতে উচ্চারণ করেন ঐতিহাসিক স্লোগান—‘জয় জওয়ান, জয় কিষাণ’। এই আহ্বানের মধ্য দিয়ে তিনি দেশের সৈনিক ও কৃষকের গুরুত্বকে একসূত্রে বেঁধে আত্মনির্ভর ভারতের ভিত মজবুত করেন। তাঁর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা শক্তি যেমন দৃঢ় হয়, তেমনই কৃষি উৎপাদন বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ক্ষমতার শীর্ষে থেকেও শাস্ত্রীজির জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহার থেকে তিনি সর্বদা দূরে ছিলেন। নৈতিকতা, সততা ও কর্তব্যনিষ্ঠাই ছিল তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি।

১৯৬৬ সালে তাশখন্দ চুক্তির পর তাশখন্দেই তাঁর আকস্মিক প্রয়াণ দেশবাসীকে গভীর শোকে নিমজ্জিত করে। পরবর্তীকালে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয়।

আজও লাল বাহাদুর শাস্ত্রীর জীবন ও আদর্শ ভারতীয় রাজনীতিতে সাদাসিধে অথচ দৃঢ় নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পথ দেখিয়ে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande