
নৈনিতাল, ১১ জানুয়ারি (হি.স.) : নৈনিতালের পার্বত্য এলাকায় বন্যপ্রাণীর হামলা ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। ধারা উন্নয়ন ব্লকের খাটিয়াখাল গ্রামে চিতাবাঘের হামলায় গঙ্গা দেবী (৩৫)-র মৃত্যু হয়েছে।
রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছে ঘাস কাটার সময় চিতাবাঘ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে প্রায় দুই কিলোমিটার দূরে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বন দফতরের কর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযান চালান। পরে জঙ্গল থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চিতাবাঘের আনাগোনা থাকলেও সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার সংশ্লিষ্ট সদরের মহকুমা শাসক ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, তিনি নিজে ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রশাসনের তরফে মৃতার পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ দিনের মধ্যে নৈনিতাল জেলার পার্বত্য অঞ্চলে চিতাবাঘের হামলায় এটি তৃতীয় মৃত্যু। এর আগে ২৬ ডিসেম্বর ধারা উন্নয়ন ব্লকের দিনী তাল্লির হেমা বারগালি এবং ৩০ ডিসেম্বর খানসু এলাকার চামোলি গ্রামে চিতাবাঘের হামলায় দুই মহিলার প্রাণহানি ঘটে। বন দফতর টহলদারি বাড়ালেও ধারা, ভীমতাল এবং ওখলকান্দা এলাকায় এখনও চিতাবাঘের আতঙ্ক কাটেনি। স্থানীয়রা দ্রুত চিতাবাঘকে খাঁচাবন্দি করার দাবি জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য