কারখানায় যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৮ শ্রমিক
উনা, ১১ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের উনায় একটি কারখানার শ্রমিকদের নিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার সকালে এই দুর্ঘটনায় এক প্রশিক্ষণরত যুবতী সহ মোট আটজন শ্রমিক আহত হন। তবে প্রাণহানির খবর নেই।
কারখানায় যাওয়ার পথে গাড়ি উল্টে আহত ৮ শ্রমিক


উনা, ১১ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের উনায় একটি কারখানার শ্রমিকদের নিয়ে যাওয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। রবিবার সকালে এই দুর্ঘটনায় এক প্রশিক্ষণরত যুবতী সহ মোট আটজন শ্রমিক আহত হন। তবে প্রাণহানির খবর নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে দ্রুতগতিতে চলা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উনার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।

জানা গেছে, প্রতিদিনের মতো ওই গাড়িটি ভোরে শ্রমিকদের নিয়ে কারখানার উদ্দেশে রওনা দেয়। হিরা থাডা স্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এক পুলিশ আধিকারিক জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande