
হিঙ্গলগঞ্জ, ১১ জানুয়ারি ( হি. স.)- উন্নয়নের ধারাবাহিক সাফল্যকে সামনে রেখে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি ১৫০ নম্বর বুথে রবিবার অনুষ্ঠিত হল “উন্নয়নের পাঁচালি” কর্মসূচি। এই সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনমুখী কাজের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, রাস্তা নির্মাণ ও পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বিশেষভাবে মহিলাদের জন্য চালু কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও স্বাস্থ্যসাথী-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এসব প্রকল্পে কীভাবে গ্রামের মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন, তা উদাহরণ-সহ ব্যাখ্যা করা হয়।সভায় বক্তারা বলেন, গ্রাম থেকে শহর, সব স্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তৃণমূল কংগ্রেসের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনেও এই উন্নয়নের ধারা আরও জোরদার করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়