শীতের কলকাতায় ভিন্টেজ ও ক্লাসিক গাড়ির র‍্যালির আয়োজন
কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): শীতের কলকাতার অন্যতম আকর্ষণ ভিন্টেজ ও ক্লাসিক গাড়ির র‍্যালি রবিবার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের মাঠে আয়োজিত হয়েছে। ঐতিহ্যবাহী গাড়ির সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে প্রায় ৫০টি ভিন্টেজ চার''চাকা ও দু''চাকার গাড়ি
শীতের কলকাতায় ভিন্টেজ ও ক্লাসিক গাড়ির র‍্যালির আয়োজন


কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): শীতের কলকাতার অন্যতম আকর্ষণ ভিন্টেজ ও ক্লাসিক গাড়ির র‍্যালি রবিবার রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের মাঠে আয়োজিত হয়েছে। ঐতিহ্যবাহী গাড়ির সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে প্রায় ৫০টি ভিন্টেজ চার'চাকা ও দু'চাকার গাড়ি সহ ব্রিটিশ আমলের ক্লাসিক ও নিওক্লাসিক মিলিয়ে মোট ১৯৫টি গাড়ি এবারে অংশগ্রহণ করেছে। গাড়িগুলি মহানগরীর উত্তর থেকে দক্ষিণ প্রায় তিরিশ কিলোমিটার পথ ঘুরে পুনরায় মাঠে ফিরে আসে। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত, ১৯৬৮ সাল নাগাদ কলকাতায় এই প্রদর্শনী শুরু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande