কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সুজয় পাল, নিলেন বিচারবিভাগীয় গুরুভার
হিন্দুস্থান সমাচার / সোনালি
12 Jan 2026
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): অতি অল্প সময়ে অনেক বড় মঞ্চে পরিণত হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ-এর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবনী ধারণা, শক্তি এবং উদ্দে..
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): লোকসভায় ২০২৬- ২৭ আর্থিক বছরের বাজেট পেশ করা হবে আগামী পয়লা ফেব্রুয়ারি, রবিবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সোমবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, পয়লা ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশের প্রক্রিয়া শুরু হবে। এর ..
সোলান, ১২ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের সোলান জেলায় ভয়াবহ আগুন লাগল একটি বহুতলে। রবিবার গভীর রাতে সোলান জেলার আর কি শহরের পুরাতন বাস স্ট্যান্ডে ইউকো ব্যাঙ্ক ভবনের কাছে ভয়াবহ আগুন লাগে। সোলান জেলার পুলিশ সুপার গৌরব সিং বলেন, এই ঘটনায় ৫টি শিশু-..
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : এসআইআর শুনানিতে তলব করা নিয়ে নৌসেনার প্রাক্তন প্রধান অ্যাডমিরাল গোয়ার অরুণ প্রকাশ প্রতিবাদ করেছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন অ্যাডমিরাল। প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন নৌসেনাপ্রধানকেও কেন পরিচয়..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha