
নবগ্রাম, ১২ জানুয়ারি ( হি. স.) : নবগ্রামের রঘুপুর গ্রামে ছয় বছরের এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনার ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মৃত শিশুর বাড়িতে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলেন।জানা গিয়েছে, শিশুটি ঘুম থেকে উঠে ব্রাশ করে পড়তে বসেছিল। তারপর আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। মৃতের মা বলেন, “পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। আমার মেয়েকে যে খুন করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গে চরম নৈরাজ্য চলছে। শিশু খুনের মতো ঘটনায়ও পুলিশ ব্যর্থ। দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।” একই সুর শোনা যায় সাংসদ খলিলুর রহমানের গলায়। তিনি বলেন, “এত সময় পেরিয়ে গেলেও গ্রেফতার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।”ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত রহস্যের জট কাটেনি। পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কড়া পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়