কলকাতায় স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিজেপি নেতৃবৃন্দের
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. )। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সোমবার সিমলা স্ট্রিটে এবং পাতিপুকুরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিজেপি-র কিছু নেতা-সমর্থক। বিবেক যাত্রায় উপস্থিত ছি
স্বামীজীর মূর্তিতে মাল্যদান


কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. )। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সোমবার সিমলা স্ট্রিটে এবং পাতিপুকুরে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিজেপি-র কিছু নেতা-সমর্থক।

বিবেক যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, রাজ্য যুব মোর্চা সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। তাঁরা ভারতের সামাজিক গঠনে স্বামীজীর অবিস্মরণীয় অবদানের কথা বলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande