রক্তদান শিবির থেকে 'বিবেক যাত্রা', স্বামীজীর ১৬৪তম জন্মজয়ন্তীতে উৎসবে মাতল বাঁকুড়া
বাঁকুড়া, ১২ জানুয়ারি (হি.স.) : বাঁকুড়া জেলাজুড়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রভাতফেরি এবং নানা সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ​এদিন সকাল
রক্তদান শিবির থেকে 'বিবেক যাত্রা', স্বামীজীর ১৬৪তম জন্মজয়ন্তীতে উৎসবে মাতল বাঁকুড়া


বাঁকুড়া, ১২ জানুয়ারি (হি.স.) : বাঁকুড়া জেলাজুড়ে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রভাতফেরি এবং নানা সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

​এদিন সকালে সরস্বতী শিশু মন্দির-এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য প্রভাতফেরি বের করা হয়। ছাত্রছাত্রী ও শিক্ষকরা শহর পরিক্রমা করে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

​অন্যদিকে, দেশবন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং দেশবন্ধু ব্যায়ামাগার-এর যৌথ উদ্যোগে দিনটি মর্যাদার সাথে পালন করা হয়। ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ব্যায়ামাগার প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

​স্বামীজীর জন্মদিন উপলক্ষে এদিন এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী শ্যামসুন্দর দত্তের স্মৃতিতে আয়োজিত এই শিবিরে মোট ৮৮ জন রক্তদাতা অংশগ্রহণ করেন। এছাড়াও বাঁকুড়া অনুশীলন সমিতি-র পক্ষ থেকে সমিতি ভবনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সকাল থেকেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে লালবাজার মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দেওয়ার জন্য় ভিড় উপচে পড়ে ।

​এদিন জেলা বিজেপির পক্ষ থেকে একটি 'বিবেক যাত্রা'-র আয়োজন করা হয়েছিল। লালবাজার মোড়ে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করে এই যাত্রার সূচনা করেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা এবং জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংগঠনের নেতা ও কর্মীরা এই যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যাত্রা শেষে মাচানতলা মোড়ে একটি সভার আয়োজন করা হয়, যেখানে স্বামীজীর আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরা হয়।

সামগ্রিকভাবে, খেলাধুলা, সমাজসেবা এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধনে বাঁকুড়া শহর এদিন ছিল বিবেকানন্দময়।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande