সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি, প্রমাণ নষ্টের অভিযোগ
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের দফতরে তল্লাশি অভিযানের সময় তদন্তে বাধা দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। সোমবার সকালে সুপ্রিম কোর্টে ইডির আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে, ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি, প্রমাণ নষ্টের অভিযোগ


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আইপ্যাকের দফতরে তল্লাশি অভিযানের সময় তদন্তে বাধা দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। সোমবার সকালে সুপ্রিম কোর্টে ইডির আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে, ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমারকে পক্ষ হিসেবে নাম দিয়েছে এবং এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছে।

ইডি অভিযোগ করেছে, আই-প্যাক-এ অভিযানের সময় তদন্তে বাধা সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। প্রমাণ নষ্ট করারও অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই বিষয়ে একটি ক্যাভিয়েট দাখিল করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande