জেএনইউ-এর ঘটনায় গোটা দেশ হতবাক: রেখা গুপ্তা
নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): জেএনইউ-এর ঘটনায় গোটা দেশ হতবাক- এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ওই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে স্লোগান দেওয়ার বিষয়টিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এই মন্তব্য। রেখা গুপ্তা সোমবার বলেছেন যে
রেখা গুপ্তা


নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): জেএনইউ-এর ঘটনায় গোটা দেশ হতবাক- এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ওই বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে স্লোগান দেওয়ার বিষয়টিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এই মন্তব্য। রেখা গুপ্তা সোমবার বলেছেন যে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গোটা দেশ হতবাক, যেখানে হিংসায় অভিযুক্তদের জামিন দাবি করা হয়েছিল। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে জানান, এই ঘটনা দুর্ভাগ্যজনক যে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'অসম্মানজনক' স্লোগান তোলেন এবং দেশের বিরুদ্ধে কথা বলেন।

প্রসঙ্গত, দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন জেএনইউ এর ছাত্র উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন সম্প্রতি নাকচ করে সুপ্রিম কোর্ট। এর পরেই জেএনইউ ক্যাম্পাসের ভিতরে কিছু ছাত্র প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয় বলে অভিযোগ উঠেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande