
গান্ধীনগর, ১২ জানুয়ারি (হি.স.): ভারত-জার্মানি অংশীদারিত্ব কেবল পারস্পরিকভাবে নয়, বিশ্বের জন্যও উপকারী, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী সোমবার ভারত-জার্মান বিজনেস ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারত-জার্মানি অংশীদারিত্ব কেবল পারস্পরিকভাবে লাভজনক নয়, বরং বিশ্বের জন্যও উপকারী। ভারত সবুজ হাইড্রোজেন, সৌর, বায়ু এবং জৈব জ্বালানিতে বিশ্বব্যাপী নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে, সৌর কোষ, ইলেক্ট্রোলাইজার, ব্যাটারি এবং বায়ু টারবাইনে জার্মান সংস্থাগুলির জন্য শক্তিশালী উৎপাদন সুযোগ প্রদান করছে। একসঙ্গে, উভয় দেশ ই-মোবিলিটি থেকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা পর্যন্ত সমাধান প্রদান করতে পারে। জার্মানির এআই ইকোসিস্টেমের সঙ্গে মিলিত ভারতের অন্তর্ভুক্তিমূলক এআই দৃষ্টিভঙ্গি একটি মানব-কেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যত গঠন করতে পারে, অন্যদিকে ভারতের ক্রমবর্ধমান প্রতিভা ক্রমবর্ধমান উচ্চ-প্রযুক্তি দক্ষতা গতিশীলতার মাধ্যমে জার্মান শিল্পকে শক্তিশালী করে চলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ