’একই ভাষাভাষী মানুষ হওয়া সত্ত্বেও মাঝে রাজনৈতিক সীমারেখা, ক্ষোভ শমীকের
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : “একই ভাষাভাষী মানুষ হওয়া সত্ত্বেও মাঝখানে এক রাজনৈতিক সীমারেখা তৈরি হয়েছে, যার ফলে নির্বিচারে হত্যা, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটছে এবং র‍্যাডিকালাইজেশনের মাধ্যমে দুই বাংলায় একই ধরনের অশান্ত কার্যকলাপ দেখা যাচ
শমীক ভট্টাচার্য


কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : “একই ভাষাভাষী মানুষ হওয়া সত্ত্বেও মাঝখানে এক রাজনৈতিক সীমারেখা তৈরি হয়েছে, যার ফলে নির্বিচারে হত্যা, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটছে এবং র‍্যাডিকালাইজেশনের মাধ্যমে দুই বাংলায় একই ধরনের অশান্ত কার্যকলাপ দেখা যাচ্ছে।” সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন, রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, আজ আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি, অথচ দেশ বিভাগের ফলে ওপার বাংলায় অনেক মানুষ আজও স্বাধীনভাবে স্বামীজিকে স্মরণ করতে বা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারেন না।

বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পূণ্য আবির্ভাব দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি আজকের দিনটিকে বাংলা তথা বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক অমর শহীদ মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদানের দিন হিসেবেও স্মরণ করেন। তিনি বলেন, “প্রায় মৃত অবস্থায় মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার, অথচ তাঁর আত্মগোপনের ত্যাগ ও সংগ্রাম কখনোই কোনো ভৌগোলিক বিভাজনের জন্য ছিল না, ছিল সমগ্র ভারতের স্বাধীনতার জন্য।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande