
কলকাতা, ১২ জানুয়ারি (হি. স. ) : “বঞ্চিত ও অবহেলিত উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে রাজ্য বাজেটে বরাদ্দের বড় অংশ খরচ হয় না।” সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন, রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি উত্তরবঙ্গ প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রীর উত্তরকন্যায় প্রশাসনিক ঘোষণার পরেও উত্তরবঙ্গের পরিকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার বাস্তব উন্নতি ঘটেনি। এর বিপরীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে কোনও বৈষম্য ছাড়াই সব রাজ্যের জন্য উন্নয়নমূলক কাজ করে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত