মুর্শিদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলের
মুর্শিদাবাদ, ১২ জানুয়ারি (হি.স.) : বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছেলের। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার উমরপুরের ঘটনা। সোমবার সকালের এই ঘটনায় মৃতের বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
মুর্শিদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাবাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলের


মুর্শিদাবাদ, ১২ জানুয়ারি (হি.স.) : বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ছেলের। মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার উমরপুরের ঘটনা। সোমবার সকালের এই ঘটনায় মৃতের বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে ছাদে নিজেরই বাড়ির জলাধারে কাজ করছিলেন তদবির শেখ। ছাদের সামান্য উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের তার। কোনও ভাবে বিদ্যুৎ তারের সংস্পর্শে আসেন ওই ব্যক্তি। তাঁর চিৎকারে ছুটে যান ছেলে আবদুল কাদির (২২)। বাবাকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে। দু'জনকেই নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে। ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande